পোশাক পড়ুন তবে একটু গুছিয়ে


লিখেছেনঃ
ফ্যাশন প্রতিবেদক, মোঃ ফজলে রাব্বী

প্রতিদিনই তো ঘর থেকে বের হওয়ার সময় শার্ট, প্যান্ট,  টি শার্ট, জুতো পড়ে বের হচ্ছি কিন্তু কখোনো কি ভেবে দেখেছেন এই পোশাক গুলো সঠিক ভাবে  একটু দেখে শুনে  ভিন্ন ভাবেও
পড়া যায় এতে আপনার বাহ্যিক লুকে চলে আসবে একটি ভিন্নতা আর সহজেই হতে পারবেন অন্য দশ জনের চেয়ে আলাদা
ঠিক তেমনই কয়েকটি টিপস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে


) ফরমাল বা সেমি ফরমাল ফুল হাতা শার্ট গুলোর  শুধু মাত্র হাতা টা ভিন্ন ভাবে ভাজ করে নিন 
এক্ষেত্রে প্রথমে হাতার কাফ টিকে কনুই পর্যন্ত  তুলে দিন পরে বাকি অংশ টুকু দ্বিতীয় বার ভাজ করুন
ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত

) জিন্স প্যান্ট  এর কোমর কখনোই খুব বেশি আটোসাটো বা খুব বেশি ঢিলা পড়বেন না প্যান্টটি আপনি পড়ার পর  সহজেই যদি কোমরের কাছে দু আঙুল  প্রবেশ করানো যায় তবে সেটি আপনার জন্য পারফেক্ট  মাপের  ও দেখতে মানানসই 
ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত


) থ্রি কোয়ার্টার  প্যান্ট আমরা কমফোর্টেবল অনুভবের জন্য পড়ি  সেই প্যান্ট টির ঝুল যেন কোন মতেই হাটুর খুব বেশি নিচে বা খুব বেশি উপরে না হয় হাটুর সমান বা তিন আঙুল  নিচ পর্যন্ত হলেই ভালো দেখাবে

ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত

) সাদা মোজা পড়বেন না রঙিন মোজা পড়ুন প্যান্ট গুটিয়ে কনভার্স এর সাথে রঙিন  মোজা  পড়ুন
ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত

সব সময় চেষ্টা করুন ইন করলে বেল্ট এবং জুতার রঙ যেন এক হয় সাধারণত  ব্ল্যাক এবং ব্রাউন রঙের  জুতা বেল্টে ছেলেদের বেশি মানায়
ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত



) ব্লেজার পড়লে কাধের কাছের ডিভটের অংশ  টা যেন কাধ ছাড়িয়ে না যায় সেটা লক্ষ্য রাখুন
ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত

সব সময়ের পড়া যে টি শার্ট সেটির গলা যেন খুব বেশি বড় না হয় চেষ্টা  করন কলার বোন যেন ঢাকা থাকে
ছবিঃ BuzzFeedYellow হতে সংগ্রহীত


) অফিসে টাই পড়লে চেষ্টা করুন  এক রঙা  ফরমাল শার্টের সাথে  বিপরীত কালারের টাই পড়তে
ছবিঃ ইন্টারনেট হতে সংগ্রহীত

ভিন্ন ভিন্ন ডিজাইনের টাই ফুটিয়ে তুলবে আপনার ব্যাক্তিত্বকে। ট্রেন্ড ফলো করুন  পরিবেশ বুঝে বা কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে পোষাক  নির্বাচন করুন ডিফারেন্ট  প্যাটার্ন  এবং টেক্সার এর পোশাক পরুন এক্সপেরিমেন্ট  করুন নিজের লুকের সাথে এবং পোশাকের সাথে
হ্যাপি ক্লোথিং



BuzzFeedYellow  অবলম্বনে 
Previous
Next Post »
Thanks for your comment