নিটারিয়ানদের জন্য তৈরি হচ্ছে অনলাইন ডেটাবেজ






শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী কিংবা সোসাইটিতে বসবাসরত জনগনের তথ্য নিয়ে অনলাইন ডেটাবেজের ধারনা নতুন কিছু নয়। ইতিপূর্বে আমাদের সিনিয়ারগনও এমন উদ্যোগ হাতে নিয়েছিলেন ।  এবারে নিটারিয়ান নেটওয়ার্ক টিমের সিনিয়র জুনিয়র সদস্যদের উদ্যোগে আমরা নিটারিয়ানদের জন্য অনলাইন ডেটাবেজ তৈরির কাজ শুরু করে দিয়েছি ।
ডেটাবেজে কি ধরনের তথ্য থাকবে ?
ডেটাবেজে আমার তথ্য থাকলে লাভ কি ?
প্রত্যেক স্টুডেন্টের  নাম, ব্লাড গ্রুপ, ব্যাচ, আইডি,  মোবাইল নাম্বার, ই-মেইল, জেলা এইসব তথ্য থাকবে ।
পরবর্তীতে ডেটাগুলোকে ক্রমান্বয়ে ব্লাড গ্রুপ, ব্যাচ, জেলা অনুসারে সাজিয়ে একটি অনলাইন ডেটাবেজে রূপান্তর করা হবে ।
প্রথম পদক্ষেপ হিসেবে আমরা google form দিয়ে ডেটা সংগ্রহ করবো , পরবর্তীতে  সেই ডেটাগুলোকে ডেটাবেজে রূপান্তর করা হবে ।
আপনারা লিঙ্কে গিয়ে আমাদের সঠিক তথ্য দিয়ে এগিয়ে আসুন ।

ধন্যবাদ

Next
This is the current newest page
Previous
Next Post »
Thanks for your comment