ইভেন্ট প্রতিবেদক, 
বাংলাদেশের সীমান্তে মেঘালয় পাহার থেকে নেমে আসা ঠান্ডা পানির প্রবল
স্রোত থরে থরে সাজানো পাথরের উপরদিয়ে বয়ে চলে অপরূপ সৌন্দর্যের
লীলাভূমি সিলেটের বিছানাকান্দি ও 
পান্থমাইয়ে  ব্যাচট্যুরে যাচ্ছে
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউট, নিটারের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীগন । আগামী
শুক্রবার (২৯ জুলাই ২০১৬) রাত ১০ টা বাজে নিজ ক্যাম্পাস থেকে
বাসে করে রওনা  হবে সিলেটের উদ্দেশ্যে ।
 ট্যুর শেষ আগামী শনিবার দিবাগত রাতে শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে ফিরে
আসবে বলে জানান ৪র্থ ব্যাচে এক শিক্ষার্থী ।
সিলেটের স্থানীয় ৪র্থ ব্যাচের এক ছাত্র ব্যাচট্যরে গমনেচ্ছুক ব্যাচমেটোদের
উদ্দেশ্যে বলেন, 
- পাথরে চলার সময় বাড়তে সতর্কতা অবলম্বন করা ভালো। নয়তো পা পিছিলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
- পানিতে কোন ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। এর সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
- বিছনাকান্দি যেহেতু জিরো পয়েন্টে অবস্থিত তাই ভ্রমনকারীদের বর্ডারের আশেপাশে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
- আশেপাশে বিদ্যুত সংযোগ নাই, সুতরাং মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক সাথে নিয়ে নেয়া ভালো ।
উল্লেখ্য গতবছরের  ২৮ আগস্টে
৪র্থ ব্যাচ ঢাকাস্থ
নবাগগঞ্জ থানার কলাকোপা ইউনিয়নের জমিদারবাড়ীতে  ব্যাচট্যুরে গিয়েছিলো ।  
|  | |||||||
| ২৮ আগস্ট ২০১৫ সালে ঢাকাস্থ নবাগগঞ্জ থানার কলাকোপা ইউনিয়নের জমিদারবাড়ীতে নিটার ৪র্থ ব্যাচ একসাথে | 
প্রতিবেদক,
৪র্থ
ব্যাচ, নিটার 

ConversionConversion EmoticonEmoticon