সিলেটের বিছানাকান্দিতে ব্যাচট্যুরে যাচ্ছে নিটার ৪র্থ ব্যাচ



ইভেন্ট প্রতিবেদক,
বাংলাদেশের সীমান্তে মেঘালয় পাহার থেকে নেমে আসা ঠান্ডা পানির প্রবল স্রোত থরে থরে সাজানো পাথরের উপরদিয়ে বয়ে চলে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের বিছানাকান্দি ও  পান্থমাইয়ে  ব্যাচট্যুরে যাচ্ছে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউট, নিটারের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীগন । আগামী শুক্রবার (২৯ জুলাই ২০১৬) রাত ১০ টা বাজে নিজ ক্যাম্পাস থেকে বাসে করে রওনা  হবে সিলেটের উদ্দেশ্যে ।



 ট্যুর শেষ আগামী শনিবার দিবাগত রাতে শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে ফিরে আসবে বলে জানান ৪র্থ ব্যাচে এক শিক্ষার্থী ।

সিলেটের স্থানীয় ৪র্থ ব্যাচের এক ছাত্র ব্যাচট্যরে গমনেচ্ছুক ব্যাচমেটোদের উদ্দেশ্যে বলেন,

  • পাথরে চলার সময় বাড়তে সতর্কতা অবলম্বন করা ভালো। নয়তো পা পিছিলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
  • পানিতে কোন ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। এর সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
  • বিছনাকান্দি যেহেতু জিরো পয়েন্টে অবস্থিত তাই ভ্রমনকারীদের বর্ডারের আশেপাশে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
  • আশেপাশে বিদ্যুত সংযোগ নাই, সুতরাং মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক সাথে নিয়ে নেয়া ভালো ।


উল্লেখ্য গতবছরের  ২৮ আগস্টে ৪র্থ ব্যাচ ঢাকাস্থ নবাগগঞ্জ থানার কলাকোপা ইউনিয়নের জমিদারবাড়ীতে  ব্যাচট্যুরে গিয়েছিলো ।  
 ২৮ আগস্ট ২০১৫ সালে ঢাকাস্থ নবাগগঞ্জ থানার কলাকোপা ইউনিয়নের জমিদারবাড়ীতে  নিটার ৪র্থ ব্যাচ একসাথে  
প্রতিবেদক,
৪র্থ ব্যাচ, নিটার

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Thanks for your comment