বৃষ্টি ভেজা ঈদের আগাম প্রস্তুতি
লিখেছেন ফজলে রাব্বি
ঈদের বাকি আর দুদিন। তাই শেষ
মূহূর্তের প্রস্তুতি টা সেরে ফেলা উচিত এখনই। তাহলেই ঈদের দিন নিজেকে রাখতে পারবেন সব চেয়ে প্রেজেন্টেবল ।প্রথমেই আসা যাক ছেলেদের
পোশাকের ব্যাপারে ;
কেনাকাটা যেহেতু প্রায় শেষ । সবার এখন দেখে নেয়ার পালা পোশাক টি ফিট হলো কিনা
ঠিক ভাবে। সকালে যেহেতু পাঞ্জাবিই পড়া হবে;
তারপর নামাযের পর বের হলে পড়ে নিতে পারেন টি
শার্ট জিন্স ।ছবিঃ সংগ্রহীত |
বৃষ্টির কথা মাথায় রেখে সাথে বহন করতে পারেন ছাতা। তাহলে ভ্রমণের আনন্দ টা আরর মাটি হবে
না। রাতে পড়তে পারেন জমকালো
কোন পাঞ্জাবী অথবা সেমি ফরমাল ; ভালোই মানিয়ে
যাবে।
বৃষ্টিতে ছাতা সাথে না থাকলে ঈডের আনন্দ মাটি |
চুলের কাট : সাধারণত চুলের কাট এক সপ্তাহ আগেই দেয়া উচিত। এতে চেহারার সাথে
মানিয়ে যায় নিউ হেয়ার কাট। চেহারার সাথে মিল রেখেই চুল কাটানো উচিত
এতে লাগবে আরো আকর্ষনীয়। চাইলে করে নিতে পারেন ফেসিয়াল ও। ত্বকের যত্ন টাও জরুরী।
বাহারি ডিজাইনের পাঞ্জাবি থেকে বেওছে নিন নিচের মানানসই |
খাবারঃ যেহেতু মাত্র রোযা
শেষ হবে ; আসবে প্রাত্যহিক রুটিনে বড় একটা
পরিবর্তন
তাই প্রথমেই তেল চর্বি যুক্ত
খাবার এড়িয়েই চলা উচিত ; শরীর খারাপ হয়ে গেলে সবটাই মাটি
বাইরের খোলা খাবার আপাতত
না খাওয়ায় ভালো ; বাইরের পানি খাবেন না সাথে
রাখুন পানির বোতল ।
ঈদ যেহেতু অনেকেই গ্রামের
বাড়িতে করবেন ; সাথে রাখুন জরুরি কিছু ঔষধ ; প্রয়োজন এ কাজে দিবে।
রাখতে পারেন স্মার্টফোন
কে সচল রাখার জন্য পাওয়ার ব্যাংক।
হঠাৎ বৃষ্টি তে ভিজে সর্দি জ্বরে নিন ডাক্তারের পরামর্শ।
বৃষ্টিভেজা ঈদ ভালো কাটুক
সবার।
ফজলে রাব্বি
৪র্থ ব্যাচ , নিটার
ConversionConversion EmoticonEmoticon