NITER 5th BATCH INTER SECTION FOOTBALL TOURNAMENT - 2016







স্পোর্টস প্রতিবেদক
আগামী বুধবার (২৭-০৭-২০১৬) হতে  বরাবরের মতো জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউট (নিটার) এর ৫ম ব্যাচ  আয়োজন করতে যাচ্ছে "NITER 5th BATCH INTER SECTION FOOTBALL TOURNAMENT - 2016"
এবারে ফুটবল টুর্নামেন্ট এ তিনটি সেকশানের মোট ৩ টি দল অংশগ্রহন করছে । দলগুলো হলো 

সেকশান A ,  
সেকশান B ও 
সেকশান C


খেলার  নিয়মাবলী:
 ১। প্রতি দলে ১৫ জন করে খেলোয়ার থাকবে,মাঠে নামবে ৮ জন ।
২। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ।
৩। জয় - ২ পয়েন্ট , ড্র - ১ পয়েন্ট । পয়েন্ট সমান হলে গোল ব্যাবধান হিসেব করা হবে ।
8প্রতি দল দুটি খেলায় অংশগ্রহণ করবে, অধিক পয়েন্টধারী দুটি দল ফাইনাল খেলবে
৫। প্রতি দল ৫ জনের বেশি খেলোয়ার পরিবর্তন করতে পারবে না ।  

উল্লেখ্য যে, দ্বিতীয় ম্যাচ ২৮ অথবা ৩০ তারিখে হবে ''NITER 4th BATCH INTER SECTION FOOTBALL TOURNAMENT Final" এর কারণে। নির্দিষ্ট করে দুই একদিনের মধ্যে জানিয়ে দেওয়াও হবে । আর ফাইনাল খেলার তারিখ-সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে ।

ভেন্যুঃ নিটার প্রে গ্রাউন্ড

টুর্নামেন্টকে সফল ও প্রানবন্ত করে তোলার
জন্য ৫ম ব্যাচের পক্ষ থেকে সকল শিক্ষক –শিক্ষিকা, বড় ভাই-আপু,ব্যাচমেট ও জুনিয়রদের  আমন্ত্রন জানানো হয়েছে ৫ম ব্যাচের পক্ষ থেকে ।


প্রতিবেদক,
৫ম ব্যাচ
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষনা ইন্সটিটিউট (নিটার)

Previous
Next Post »
Thanks for your comment